গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দৌলতপুর, কুষ্টিয়া।
স্মারক নং ৩৯৪ তারিখ : ১০/৮/১০
বিষয় : ইউনিয়ন তথ্য বাস্তবায়নে কৃষি বিভাগের তথ্য আপলোড প্রসঙ্গে।
সুত্র : উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া এর ১১/৮/১৩ইং তারিখের স্মারক নং ০০.০০.৫০০.০৩৯.৪৮.০০৯.১৩-৫২৯ মোতাবেক।
উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে আপনার অবগতি ও কার্যার্থে এই অফিসের ইউনিয়ন ভিক্তিক তথ্যাদি আপনার বরাবর প্রেরণ করা হল এবং তথ্য সমুহ ইউনিয়ন তথ্য বাস্তবায়নে আপলোড করার জন্য অনুরোধ জানানো হল।
সংযুক্ত : ইউনিয়ন ভিক্তিক তথ্য (৩ পাতা)
(প্রবীন কুমার বিশ্বাস) উপজেলা কৃষি অফিসার দৌলতপুর, কুষ্টিয়া।
প্রাপক :
ইউআইএসসি উদ্দোক্তা (সকল) পিয়ারপুর ইউনিয়ন
তারিখ :
স্মারক নং :
সদয় জ্ঞাতার্থে অনুলিপি
১। উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া।
(প্রবীন কুমার বিশ্বাস) উপজেলা কৃষি অফিসার দৌলতপুর, কুষ্টিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস