পিয়ারপুর ইউনিয়ন পরিষদে মোট আবাদী জমির পরিমান ১০,০০০ একর। ইউনিয়নের উৎপাদিত প্রধান প্রধান খাদ্য শষ্যের নাম - ধান, আখ্, পান্, কলা, ছোলা, মসূর, মটর, তামাক, ভুট্টা, কালাই, পাট, শরিষা, ইত্যাদি আবাদ করা হয়।
এছাড়াও এই ইউনিয়নে বিভিন্ন ধরনের পশু ও মাৎস্য পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যে উল্লেখ্য যোগ্য গরু ছাগল মহিস ভেড়া মুরগি টারকি কোয়েলসহ বিভিন্ন ধরনের পশু বানিজ্যিক ভাবে পালন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস